ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় ১৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে বাদলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিরস্ত্র) খন্দকার মুক্তি মাহমুদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন গন্ধবপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মল্লিক মিয়া (৩৩), মৃত মন্নাফ মিয়ার ছেলে কাজল মিয়া (৩৬), আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আলী (৩১), আব্দুল আসাদের ছেলে জুয়েল (৩০), মজনু মিয়ার ছেলে শাহিন মিয়া (২৮), গোলাপ মিয়ার ছেলে রফিকুল মিয়া (৪২), মৃত গিয়াস উদ্দিনের ছেলে গেনু মিয়া (৩৮), দুর্জনের ছেলে মানিক (৩৫), আক্কাস আলীর ছেলে রুবেল (৩০), মৃত আলাল উদ্দিনের ছেলে কামাল (২৫), পাইকারতলা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আজিজুল (৩৫), মৃত জহর বক্সের ছেলে আজিজুল (৪০), মৃত আব্দুল আলীর ছেলে তোতা মিয়া (৪২), মৃত মারুফ মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৪) ও ধারা নমতিপাড়া গ্রামের মৃত জতীন্দ্র সরকারের ছেলে মতি সরকার।
এ ব্যাপারে জুয়া আইনের ৪ ধারায় মামলা দিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।