হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা কৃষক লীগ।
উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আক্তার হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম. এ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী, পৌর মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্জাহান পারভেজ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক তাপস দেবনাথ প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।