হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রারেবা পারভেজ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানে মাইকিং, ব্যানার এবং ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, পোনা মাছ অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন