হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ, হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাষণ্ডরা শুধু জাতির জনক বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, ছোট্ট বেলার আমার খেলার সাথী শেখ রাসেলকেও রেহাই দেয়নি। সেদিন তাকেও হত্যা করেছিল। খুনীদের বিচারের বিচারের পাশাপাশি আমাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার শপথ নিতে হবে। তাহলেই বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মা শান্তি পাবে।
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হুইল চেয়ার বিতরণ, গাছের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
রবিবার সকালে হোসেনপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, মৎস্য কার্যালয় ও বন বিভাগ যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. এহছানুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৪ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, মৎস্য খামারিদের মাঝে মাছের খাবার ও আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বনজ গাছের চারা রোপন এবং মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি।