ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে নজরুল স্মরণে আলোচনা ও কবিতা পাঠ

প্রতিবেদক
-
আগস্ট ২৯, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: সাম্য, প্রেম, মানবতা ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে দীপশিখা গ্রন্থাগার আন্দোলন স্মরণ সভা ও কবিতা পাঠের আয়োজন করে। 

রবিবার সন্ধ্যায় কটিয়াদী পৌর সদরের রিয়াজ ভবনে রক্তদান সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক  বদরুল আলম নাঈম। নজরুলের জীবন, কর্ম সৃষ্টির নানা দিক নিয়ে আলোচনা করেন জেলা বন সম্প্রসারণ কেন্দ্রের রেঞ্জ অফিসার কবি হারুন অর রশিদ, লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসি, কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবৃত্তিকার রফিকুল হায়দার টিটু, উপ সহকারী ভূমি কর্মকর্তা শওকুল ইসলাম জসিম চলচ্চিত্রকর্মী জিসান আজাদ। 

আলোচকরা বলেন, নজরুলের লেখায় অসাম্প্রদায়িকতা, সাম্য, প্রেম, মানবতা ফুটে উঠেছে। তিনি সারাজীবন দুঃখদুর্দশার সঙ্গে লড়াই করেছেন। দারিদ্র্য তার পিছু ছাড়েনি। জীবনের পুরো সময় তিনি লিখতেও পারেননি। তারপরও যে অমর সৃষ্টি রেখে গেছেন, তা শুধু আমাদের নয়; বিশ্বমানবতার জন্য অবিস্মরণীয়। তিনি সর্বদা আপসহীন ছিলেন। অন্যায়অবিচারের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। 

তার ব্যক্তি সমাজ জীবনে বিদ্রোহের প্রতিফলন ঘটেছে। বর্তমান প্রজন্ম নজরুল সম্পর্কে অনেক কিছুই জানে না। অথচ নজরুলের লেখা, চিন্তাচেতনা আমাদের জাতি হিসেবে সমৃদ্ধ করেছে। তাই বাঙালি হিসেবে আমাদের অবশ্যই নজরুলকে ধারণ লালন করতে হবে

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আবৃত্তিকার রফিকুল হায়দার টিটু, উপ সহকারী ভূমি কর্মকর্তা শওকুল ইসলাম জসিম ও দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈম।

আপনার মন্তব্য করুন