ঢাকামঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

শোকের মাসে কিশোরগঞ্জে কৃষক লীগের নানা কর্মসূচি

প্রতিবেদক
-
আগস্ট ৩১, ২০২১ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগ নানা কর্মসূচি পালন করে।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্বেচ্ছায় রক্তদান, গাছের চারা ও মাস্ক বিতরণ এবং দুস্থ ও অসহায়দেরকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান। জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাছুম খান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম. এ হানিফ, জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি, কিশোরগঞ্জ শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে ১০ জন নেতাকর্মী স্বেচ্ছায় রক্ত দান করেন। এ সময় ৫০ জন দুস্থ ও অসহায়কে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু ও লবণ দেওয়া হয়। এছাড়া কৃষক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে একশ গাছের চারা ও এক হাজার মাস্ক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য করুন