কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কথা ও কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদীতে। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কটিয়াদী সাহিত্য সংসদ মঙ্গলবার বিকালে পৌর সদরের রিয়াজ ভবনের ২য় তলায় “কথা ও কবিতায় বঙ্গবন্ধু” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম। সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় এতে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, সংসদের সহ সভাপতি ও জেলা বন সম্প্রসারণ কেন্দ্রের রেঞ্জ অফিসার কবি হারুন অর রশিদ, সহ সভাপতি ও লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক কবি দীপা বর্মণ, অর্থ সম্পাদক সাংবাদিক রফিকুল হায়দার টিটু, সুকুমার রায় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ডেন্টিস্ট পীযুষ কান্তি সরকার, সংসদের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিকার রাজীব সরকার পলাশ, আমিন সাদী, সোহেল আবেদীন রানা, যাদুশিল্পী পলাশ বিশ্বাস, সাদেকুল ইসলাম, শাবিহ প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং তাকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করা হয়।