ঢাকাTuesday , 31 August 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
-
August 31, 2021 11:38 pm
Link Copied!

হোসেনপুর(কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে গ্রাহকদের কাছে নিম্নমানের চাল বিক্রি করায় ওএমএস ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ‍দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলা সদরের আড়াইবাড়িয়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন উপজেলা খাদ্য অফিস থেকে খোলা বাজারে চাল আটা বিক্রয়ের জন্য ডিলারশীপ নেনওএমএস এর আওতায় খাদ্য গুদামের নিয়মিত ডিলার হিসেবে তিনি সরবরাহকৃত উন্নতমানের চালের পরিবর্তে নিম্নমানের চাল খোলা বাজারে বিক্রি করে আসছিলেন। উপজেলার সদরের নতুন বাজার এলাকায় প্রতিদিন হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ প্রতি কেজি চাল ৩০ টাকা আটা প্রতি কেজি ১৮ টাকা দরে ক্রয় করে আসছিলেন

মঙ্গলবার দুপুরে স্থানীয় দুজন ক্রেতা নিম্নমানের চাল ক্রয় করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এর কাছে অভিযোগ করেন তিনি তাৎক্ষনিকভাবে উক্ত ঘটনা প্রমাণ করার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাসহ তদন্ত কার্যক্রম পরিচালনা করেন ওএমএসের ডিলার ফরিদ উদ্দিন দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ

এ সময় পেশকারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মণ।

আপনার মন্তব্য করুন