ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্জেন্ট ( অবঃ) আবু তাহের (৫৮) আর নেই। বুধবার সকাল ৯ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয়–স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন যাবত তিনি ডায়েবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। বুধবার আসরের নামাজের পর শ্রীনগর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে শ্রীনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।
শোক
ইউপি চেয়ারম্যান আবু তাহেরের মৃত্যুতে কিশোরগঞ্জ-৬ (ভৈরব, কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।