কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, যুবদলের রংপুর বিভাগের সাংগঠনিক টিম প্রধান ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আকিল।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক গোলাম ফারুক চাষী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জীবন চন্দ্র দাস, জেলা বিএনপির সদস্য এডভোকেট আশিকুজ্জামান নজরুল, উপজেলা বিএনপির সদস্য শফিকুর রহমান বাদল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ছিদ্দিকুর রহমান, মো. রফিকুল আলম রফিক, পৌর বিএনপির সদস্য সচিব আশরাফুল হক দাদন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত আলী লস্কর পারভেজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বাক্কার ছিদ্দিক, সাইফুল মতিন জুয়েল, আব্দুল কুদ্দুছ রতন, মো. খলিলুর রহমান, চান্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. রিয়াজুল ইসলাম সেবক, জালালপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম শ্যামল, আচমিতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মাহমুদুল হাসান কামাল, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মোখলেছুর রহমান বাবলু, বনগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাইয়ূম ভূঞা গঙ্গা ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বাচ্চু, পৌর যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তশরিফুল হাসিব প্রমুখ।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।