হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে বাল্যবিয়ের ঘটনায় বর ও কনের পিতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হোসেনপুর পৌর এলাকার পশ্চিম দ্বীপেশ্বর গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের মো. রফিক মিয়ার কন্যা খাদিজার (১৫) সাথে শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের আ. লতিফের পুত্র সোহেল মিয়ার (২২) বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনের বাড়িতে অনুষ্ঠান চলাকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বরের পিতাকে ১০ হাজার টাকা ও কনের পিতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত স্বামীর বাড়ি পাঠানো হবে না মর্মে কনে পক্ষের অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ সময় পেশকারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মণ।