কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে রুস্তম আলী (৬০) নামে এক দিনমজুর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পাইকশা–বানিয়াগ্রাম সড়কের তিস্তাকান্দা নামক স্থানে। নিহত রুস্তম আলী উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর পাইকশা গ্রামের মৃত ইছব আলীর ছেলে।
পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ কামাল জানান, বৃহস্পতিবার সকালে দিন মজুর রুস্তম আলী কটিয়াদী বাসস্ট্যান্ডে শ্রম বিক্রির হাটে যাওয়ার জন্য পাইকশা বাজার থেকে একটি সিএনজি অটোরিকশাতে উঠেন। অটোরিকশাটি তিস্তাকান্দা নামক স্থানে যাওয়ার পর বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত অটোরিকশা রুস্তম আলীর বাহিরে থাকা ডান পায়ে ধাক্কা লাগলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে বাজিতপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।