অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল সেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। গ্রেফতার সোলায়মান (৪৪) কিশোরগঞ্জ সদর উপজেলার ডুবাইল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে অভিযানটি চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। এ সময় সোলায়মানকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সোলায়মান দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।