হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: অবশেষে নদী পারাপারের বিকল্প সেতুটি যানবাহন চলাচলের উপযোগী করা এবং মূল সেতুর কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে। মানববন্ধনের পর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এ আশ্বাস দিয়েছেন।
ঘটনাটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফটিকখালী এলাকার। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করেন। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে জানান, নদী পারাপারের অস্থায়ী সাকোটি আরও মজবুত করে করে দুই লেন বিশিষ্ট করতে কর্তৃপক্ষকে বলেছেন। এছাড়া বর্ষা শেষ হলে দ্রুততম সময়ে সেতুর কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি।
এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বাকী তার সাথে ছিলেন।
উল্লেখ্য, ফটিকখালী সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করা এবং বিকল্প সেতুটি যানবাহন চলাচলের উপযোগী করার দাবিতে গত সোমবার মানববন্ধন করেন এলাকাবাসী। প্রায় এক বছর আগে সেতুটির নির্মাণ কাজ শুরু করার কিছুদিন পরই হঠাৎ বন্ধ করে দেন ঠিকাদার। তাছাড়া বিকল্প পারাপারের জন্য বাঁশের সাঁকোটিও যানবাহন চলাচলের অনুপযোগী।
এ ব্যাপারে আন্দোলনকারী বাসদ (মার্কসবাদী) নেতা আলাল মিয়া বলেন, কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়েছেন। এজন্য তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এছাড়া আন্দোলন অনেকাংশে সফল হয়েছে বলেও দাবি করেন।