করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের ঢালারপার গ্রামে আগুনে মুসলিম মিয়া নামে এক ব্যক্তির গোয়াল ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে করিমগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গোয়াল ঘরসহ পাশের আরও কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
করিমগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যথাসময়ে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েলের আগুন থেকে দুর্ঘটনাটি ঘটেছে বলে তার ধারণা।
আপনার মন্তব্য করুন