নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত জ্বালানী গ্যাসের (সিলিন্ডার গ্যাস) মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার দুপুরে জেলা সিপিবি কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অবলম্বে এলপিজি সিলিন্ডার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহ এবং সরকারি ব্যবস্থাপনায় সিলিন্ডার গ্যাস সরবরাহের দাবি জানান।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, কমিউনিস্ট পার্টি কিশোরগঞ্জ শহর শাখার সম্পাদক এডভোকেট হাসান ইমাম রঞ্জু, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।