হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: তরলীকৃত (সিলিন্ডার) গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাসদ (মার্কসবাদী)।
শনিবার বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
জেলা বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক আলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা এবাদুল ইসলাম, গিয়াস উদ্দিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে তরলীকৃত গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং সাশ্রয়ী মূ্ল্যে গ্যাস সরবরাহের দাবি জানান।
আপনার মন্তব্য করুন