পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চোরাই মোটরসাইকেলসহ রাজন মিয়া (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও দুজন পালিয়ে যায়। রাজন পাকুন্দিয়া উপজেলার বর্ষাগাতি গ্রামের বাবুল মিয়ার ছেলে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামের তারা মিয়ার ছেলে মেহেদী (২১) শুক্রবার বিকালে মোটরসাইকেল যোগে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের গঞ্জেরহাট বাজারে আসেন। মোটরসাইকেলটি বাজারের মসজিদের সামনের রাস্তায় রেখে দোকানে কেনাকাটা করতে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে মোটরসাইকেলটি পাননি। বিকাল সাড়ে ৫টার দিকে পাকুন্দিয়া থানার ঘাট পুলিশ চেকপোস্টে গিয়ে তিনি পুলিশকে ঘটনাটি জানান। এ সময় চেকপোস্টের পাশেই রাজন মিয়াকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা স্বীকার করে আরও দুই সহযোগীর নাম প্রকাশ করেন। তারা হলেন পাকুন্দিয়া উপজেলার টান লক্ষ্মীয়া গ্রামের মন্টু মিয়ার ছেলে জয়নাল (২৫) ও জয় বিষ্ণুপুর গ্রামের জিয়া উদ্দিনের ছেলে রাজিব ওরফে আগুন (২৮)।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।