অনলাইন ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহে র্যাবের হাতে আটক চার জঙ্গরি বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১৪ ময়মনসিংহ এর সুবেদার আনোয়ার হোসেন বাদী হয়ে শনিবার রাতে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
শনিবার ভোরে ময়মনসিংহের খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে চার জঙ্গীকে আটক করে র্যাব। তারা হলেন ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী (৩৪), আলাল ওরফে ইসহাক (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম (৪২) ও রংপুরের আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬)। জঙ্গিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি শেষে অস্ত্র ও গুলিসহ তাদেরকে আটক করে র্যাব।
বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন।
আপনার মন্তব্য করুন