অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলা পাসপোর্ট এলাকায় অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি দল। রবিবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়।
র্যাব সূত্র জানায়, দালাল চক্রটি পাসপোর্ট অফিস এলাকায় সাধারণ মানুষকে হয়রানী করে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। গোয়েন্দা নজরদারী চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালায় র্যাব। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আল বাকী এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসের আশেপাশে অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম মেড্ডা গ্রামের মিন্টু মিয়ার ছেলে সুজন মিয়া, একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সোহাগ মিয়া, ইরিনাদি গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে মোজাম্মেল, মধ্যপাড়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে রাসেল মিয়া, একই গ্রামের মৃত কাজী আমাউল্লাহর ছেলে কাজী অলীউল্লাহ, পূর্ব মেড্ডা গ্রামের মাহবুব মিয়ার ছেলে রাকিব মিয়া, নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম, কসবা উপজেলার রাইতলা গ্রামের ফোরকান উদ্দিনের ছেলে মহিউদ্দিন আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কসবা উপজেলার মীরতলা গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে আমজাদ খানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
র্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।