পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এর উদ্বোধন করেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হাবিবুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন শাহনাজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল কবির কাওসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল ও শামছুন্নাহার আপেল।
কোভিড-১৯ পেনডামিক সম্পর্কে সচেতনতা, আক্রান্ত রোগীর পরিচর্যা ও ব্যক্তিগত পরিচর্যার বিষয়ে উপজেলা পর্যায়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাকুন্দিয়া উপজেলা পরিষদ এ প্রশিক্ষণের আয়োজন করে।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কার্যক্রম বাস্তবায়ন করছে।