অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে পাসপোর্ট দালালচক্রের তিনজনকে ধরে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে এ অভিযানটি পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা গেছে, একটি দালালচক্র জেলা পাসপোর্ট অফিস এলাকায় সাধারণ মানুষকে হয়রানী করে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এর সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ এর সহায়তায় র্যাব-১৪, সিপিসি-২ এর দলটি পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তারা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে বোরহান উদ্দিন (৩২), মৃত আব্দুস সাত্তারের ছেলে লোকমান হাকিম (২৬) ও মৃত আব্দুস সাত্তারের ছেলে সাদ্দাম হোসেন (২৭)। তাদের মধ্যে বোরহান উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
র্যাবের কোম্পানী অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।