ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় নৌকা ডুবিতে নিখোঁজ জয় বাদশা নামে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে মৃগা ইউনিয়নের ভূষির দাইর হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ দুজনেরই লাশ উদ্ধার করা হল।
তারা হলেন প্রজারকান্দা গ্রামের সারাজ মিয়ার ছেলে শামীম মিয়া (২০) ও একই গ্রামের মাস্টার আলীর ছেলে জয় বাদশা (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের পাঁচ ব্যক্তি নৌকাযোগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে ভূষির দাইর হাওরে মাছ ধরতে যান। রাত সাড়ে ১২টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামীম মিয়া ও জয় বাদশা নিখোঁজ থাকেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় হাওরে উদ্ধার তৎপরতা চালায়। সোমবার দুপুর ১২টার দিকে শামীমের এবং বিকাল ৫টার দিকে বাদশার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।