পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নূর মোহাম্মদ এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক ভিপি ও নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী ও পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার ওসি সারওয়ার জাহান, আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, সাবেক অধ্যক্ষ ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য রায়হান উদ্দিন আকন্দ ও কলেজের ছাত্রী ফারিয়া সুলতানা জিমি।
সংসদ সদস্য নূর মোহাম্মদ তার বক্তব্যে করোনাকালীন সময়ে শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকদেরকে ভূমিকা রাখার এবং ছাত্রীদেরকে আগের তুলনায় আরও বেশি করে পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানান।