নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের ১০ জন প্রার্থী মনোনয়ন চেয়েছেন। সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তারা মনোনয়ন লাভের ইচ্ছা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য আওয়ামী লীগের বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর, নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন। সভায় বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ওলামা লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
নির্ধারিত এজেন্ডা অনুযায়ী সভায় চেয়ারম্যান পদে নাম আহ্বান করলে ১০ জন প্রার্থী ইচ্ছা প্রকাশ করেন বলে জানা গেছে। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, উপজেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান ছারওয়ার আলমের স্ত্রী ইয়াছমীন আক্তার, আওয়ামী লীগ নেতা খোকন হাসনাত, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. রকিবুল হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম গোলাপ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান ছারওয়ার আলমের ছোট ভাই শওকত আকবর, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শওকত কামাল খান ও আওয়ামী লীগ নেতা শিরীন নাজমীন।
সভায় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার জন্য কেন্দ্রিয় কমিটির কাছে উল্লেখিত ১০ জন মনোনয়ন প্রত্যাশীর নাম পাঠানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা আশ্রাফুল আলম জানান, আগামী ৭ অক্টোবর বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৪ সেপ্টেম্বর প্রার্থিতা বাছাই, ২০ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ২১ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
উল্লেখ্য, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারওয়ার আলম গত ৮ মে মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়।