অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির অভিযোগে তিনটি বেকারীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব সূত্র জানায়, আশুগঞ্জ এলাকায় কিছু বেকারীতে ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে। এসব মানবদেহের জন্য ক্ষতিকর। গোয়েন্দা নজরদারী চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল অভিযান চালায়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরবিন্দ বিশ্বাসের নেতৃত্বে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী তিনটি বেকারীতে অভিযান চালানো হয়। এ সময় নন্দন বেকারীর মালিক মজনু মিয়াকে ৩০ হাজার টাকা, আনন্দ বেকারীর মালিক সফিকুল ইসলামকে ২৫ হাজার টাকা ও রাসেল বেকারীর মালিক হেলাল উদ্দীনকে ২০ হাজার টাকাসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
র্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাথে সাথেই জরিমানার টাকা আদায় করা হয়েছে।