ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে পল্লী সঞ্চয় ব্যাংক। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান। এছাড়াও ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামালউদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রসূন সাহা উপহারের অক্সিজেন সিলিন্ডারটি বুঝে নেন।
ইটনা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক মো. আলী আকবর জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। করোনা মহামারিকালে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিয়ে পাশে থাকতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।