হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় ফজলুর রহমান বাচ্চু (৪৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার পিপলাকান্দি গ্রামের মৃত আবেদ আলী মাস্টারের ছেলে ও রানীখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
সোমবার বিকালে উপজেলার সিদলা ইউনিয়নের নীলের কুঠির মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, স্কুল থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে হোসেনপুর সদরে যাবার পথে নীলের কুঠির স্বাস্থ্য কেন্দ্রের কাছে অটোরিকশাটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান জানান, আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি হিসেবে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পরিস্কার করে তিনিসহ আরো দুজন শিক্ষক স্কুল থেকে হোসেনপুর যাবার পথে দুর্ঘটনার শিকার হন।
তার মৃত্যুতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।