কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: রক্তদান সমিতির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার” স্লোগানে বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে বৃক্ষরোপণ ও পাখির আশ্রয়স্থল নির্মাণ করেছে।
মঙ্গলবার বিকালে মসূয়া ইউনিয়নের আদমপুর বেগম আম্বর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ, চারা বিতরণ, পাখির জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণে গাছে গাছে মাটির কলস স্থাপন ও লিফলেট বিতরণ করে সংগঠনটি।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, আদমপুর বেগম আম্বর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসান মামুন, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, আশরাফিজুর রহমান হৃদয়, শাহরিয়ার হোসেন রিপন, কাওসার রানা, আল–আমিন, সাজিদ, জয়, শুভ, সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এর আগে গত রবিবার বীর নোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরেও অনুরূপ কর্মসূচি পালন করে সংগঠনটি।