ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভৈরব চেম্বার অব কমার্সের সাবেক সহ সভাপতি কাজী মতিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত কারণে ভৈরবের ঘোড়াকান্দা এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তিনি স্ত্রী, ৪ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজা বুধবার দুপুর ২টায় ভৈরব কে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে ভৈরবপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
আপনার মন্তব্য করুন