নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ১২ মামলার আসামী আবু হানিফ হাসু হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এবার রাস্তায় নামলেন হাজারো মানুষ। বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
সকাল সাড়ে ১০ টায় শহরের হারুয়া এলাকা থেকে হাজারো নারী-পুরুষ বিক্ষোভ সহকারে কালীবাড়ি এলাকায় গিয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন। এ সময় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়।
মানববন্ধনে বক্তারা হাসুকে একজন সমাজসেবক ও জনদরদী হিসেবে উল্লেখ করে অবিলম্বে তার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, হাসু কোন সন্ত্রাসী ছিলনা, হাসু অন্যায়ের প্রতিবাদ করতো। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ কেউ তাকে সন্ত্রাসী আখ্যায়িত করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আব্দুর রশিদ, সাবেক ক্রিকেটার শহীদুল হক লাভলু, স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা নাদিম মাহমুদ হারুণ, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম রানা, জাকারিয়া মো. ঝুমন, হারুয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহীন আহমেদ কাশেম, নিহত হাসুর মা শামসুন্নাহার, হাসুর বড় ভাই সোহরাব উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল শ্যামনগর এলাকায় হাসুকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি শহরের হারুয়া বউ বাজার এলাকার মৃত নূরু মিয়া ওরফে নূর খার ছেলে। এ ব্যাপারে গত ২৯ আগস্ট নিহত হাসুর স্ত্রী ঝরনা বেগম বাদী হয়ে এজাহারনামীয় ২১জন এবং অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ১২ টি মামলা রয়েছে বলে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন।