নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে আব্দুল হান্নান (২৮) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পাঁচ দরিল্লাহ গ্রামের উমেদ আলীর ছেলে।
বুধবার বেলা ১১ টার দিকে রাজগাতী ইউনিয়নের পাঁচ দরিল্লাহ গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হান্নান বুধবার সকালে স্হানীয় ধুল্লি বিলে গাভির জন্য ঘাস কাটতে যান। বেলা ১১টার দিকে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বাড়ি ফেরার পথে বজ্রপাতে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ধনারামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হান্নান অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
আপনার মন্তব্য করুন