হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে নবনির্মিত তিনটি ভূমি অফিসের ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ভবন উদ্বোধন করেন।
উদ্বোধনের পর হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদর ভূমি অফিস, চরপুমদী ইউনিয়ন ভূমি অফিস ও সিদলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নূরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।