ঢাকাWednesday , 8 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ২৭ স্বাস্থ্য কর্মীকে পারফরমেন্স এ্যাওয়ার্ড প্রদান

প্রতিবেদক
-
September 8, 2021 11:16 pm
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্ব্য কর্মীদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপপারফরমেন্স এ্যাওয়ার্ড২০২০প্রদান করা হয়েছে। 

বুধবার  এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ারুল আবেদীন খান তুহিন

এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন ডা. মো. ইমদাদুল মাগফুর, ডা. মারুফা রেহনুমা আজাদ, সিনিয়র স্টাফ নার্স হোসনে আরা, শিশির আক্তার, এসএসিএমও মো. কামরুজ্জামান, মো. তৈয়ব উদ্দিন আকন্দএমটি ল্যাব মোহাম্মদ আল আমিন, এমটি এসআই মো. মিজানুর রহমান, এসআইটি মো. আহসান উদ্দিন আকন্দ সোহাগ, স্বাস্থ্য পরিদর্শক নারায়ণ চন্দ্র সরকার, সহকারি স্বাস্ব্য পরিদর্শক মো. আব্দুল হক, আব্দুল কাদির আকন্দ, স্বাস্ব্য সহকারী মো. আব্দুল আলী ভূঞাসিএইচসিপি সোহাগুজ্জামান, স্টোর কিপার ফজলুর রহমান, ক্যাশিয়ার আলমগীর হোসেন, পরিসংখ্যান সহকারী ছালমা আক্তার, গাড়ি চালক আকরাম হোসেন, অফিস সহায়ক আব্দুল মালেক, নাইটগার্ড সোনা মিয়া, আউটসোর্সিংয়ে কর্মরত সিকিউরিটি গার্ড মো. শাহজাহান খানসহ মোট ২৭ জন

এ উপলক্ষে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুর রশিদের সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি বলেন, এখন থেকে প্রতি বছরই পারফরমেন্স এ্যাওয়ার্ড  প্রদান করা হবে। অনুষ্ঠানে  আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুহাম্মদ আবুল মুনসুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল মোতালেব, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আকাইদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা  ইনসান আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত)  ওবায়দুর রহমান, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য শরাফ উদ্দিন ভূঞা, রবিউল আলম ফরাজি, মো. আসাদুজ্জামান, আশরাফুল আলম ফকির প্রমুখ।

আপনার মন্তব্য করুন