ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সালামকে (৫০) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরগঞ্জের ইটনা থানার এসআই দেলোয়ার হোসেন বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার বাড্ডা থানা পুলিশের সহায়তায় বাড্ডা বেরাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, সিআর মোকদ্দমা নং-৫৮৭ (১)২০১৩, দায়রা নং–২৪৫/২০১৪, ধারা–এনআই এ্যাক্ট ১৩৮, কোর্ট প্রসেস নং–১০০৬/১৫, থানার সিআর সাজা রেজি: নং–০৩/২১ এর সাজা পরোয়ানাভূক্ত আসামী আব্দুস সালাম দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। তিনি ঢাকার বাড্ডা থানার বেরাইদ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
আসামী আব্দুস সালাম কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের ধীতপুর গ্রামের মৃত আশেক আলীর ছেলে।
এসআই দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার তাকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।