ঢাকাThursday , 9 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে জটিল রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান

প্রতিবেদক
-
September 9, 2021 10:54 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে জটিল রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া ও সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক জানান, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অসহায় রোগীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। এর মধ্যে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে সরকারের পক্ষ থেকে এ সহযোগিতা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে এবার উপজেলার ১৮ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৯ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

আপনার মন্তব্য করুন