অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল গুড় ও মসলা উৎপাদনের অভিযোগে দুটি কারখানাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত র্যাব এ অভিযান চালায়।
র্যাব সূত্র জানায়, ভৈরব এলাকায় কিছু কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও মানহীন গুড় ও মসলা উৎপাদন করছে। এসব মানবদেহের জন্য ক্ষতিকর। র্যাব গোয়েন্দা নজরদারী চালিয়ে এর সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে র্যাব দুটি কারখানায় অভিযান চালায়।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী একটি গুড় ও মসলার কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রাণীর বাজার এলাকার গুড়ের কারখানার মালিক শিমুল পোদ্দারকে ৮০ হাজার টাকা এবং পঞ্চবটি এলাকার মসলা কারখানার মালিক শাহজাহানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।