হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে সেবা সহজতর করার লক্ষ্যে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দিনব্যাপী ন্যাশনাল পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান (পিএএ)। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
আপনার মন্তব্য করুন