পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় ব্রহ্মপুত্র নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দক্ষিণ চরটেকী এলাকাবাসী এ প্রতিযোগিতার আয়োজন করে।
নৌকাবাইচ দেখতে শিশু থেকে শুরু করে নারী পুরুষ ও বৃদ্ধসহ হাজারও জনতার ঢল নামে। নৌকাবাইচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে ভেসে আসে বিভিন্ন রকমের গান আর হৈ হুল্লোড়ের ধ্বনি। কেউ কেউ আবার নৌকা, ট্রলার নিয়ে ঘুরে বেড়ান। নৌকা বাইচকে কেন্দ্র করে ব্রহ্মপুত্রের তীরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
পাকুন্দিয়া উপজেলাসহ পার্শবর্তী গফরগাঁও ও হোসেনপুর উপজেলা থেকেও নৌকাদল প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী ব্রহ্মপুত্র ক্লাবের কাঞ্চন ব্যাপারীর নৌকাদল। দ্বিতীয় স্থান লাভ করে হোসেনপুর উপজেলার চর হাজীপুরের রুহুল আমীনের নৌকাদল এবং তৃতীয় হয় গফরগাঁও উপজেলার কফিল উদ্দিনের নৌকাদল।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অর্জনকারীকে পুরস্কার হিসেবে ফ্রিজ, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে এলইডি টিভি ও তৃতীয় স্থান অধিকারী নৌকাদলকে এন্ড্রয়েড মোবাইল ফোন দেওয়া হয়।
চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. রেনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম মোনায়েম ও সাংবাদিক মুঞ্জুরুল হক মুঞ্জু।