নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ২৪ বছর পর নিজস্ব জায়গায় অফিস ভবন হল ময়মনসিংহের নান্দাইল পৌরসভার। বৃহস্পতিবার বিকালে নতুন অফিস ভবনটি উদ্বোধন করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
পৌরসভা কার্যালয়ের আয়োজনে পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য মো. আবু বকর সিদ্দিক বাহার, সহকারী কমিশনার (ভুমি) মো. মাহফুজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরাফ উদ্দিন ভুইয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, অধ্যাপক আবুল কাশেম লাভলু প্রমুখ৷
এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন