অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে বিপু্ল পরিমাণ মাদক দ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার কামালমুড়া গ্রামের আব্দুল হকের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় বাহার মিয়া (২৯) নামে একজনকে বিভিন্ন ধরণের মাদক দ্রব্যসহ গ্রেফতার করা হয়। বাহার বিজয়নগর উপজেলার ধীতপুর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে। তিনি কামালমুড়া গ্রামের আব্দুল হকের বাড়ির ভাড়াটিয়া। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১২ বোতল বিয়ার, ৬ বোতল হুইস্কি, ২ বোতল ফেনসিডিল ও ৩০ লিটার চোলাই মদ।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার বাহার মিয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।