অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ৪৯ বোতল ফেনসিডিল ও নগদ দুই হাজার টাকাসহ বেলাল মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি দল। শনিবার সকালে এ অভিযানটি পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের গোলচত্বর যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায় র্যাব। এ সময় বেলাল মিয়াকে ৪৯ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ দুই হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন