নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হাওরে নিখোঁজের দুদিন পর ঢাকার ব্যবসায়ী জাহিরুল ইসলাম সাগরের (৪৫) লাশ পাওয়া গেছে। রবিবার বেলা ১২টার দিকে নিকলী উপজেলার ছাতিরচর হাওরে তার লাশ পাওয়া যায়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
জাহিরুল ইসলাম সাগরের বাড়ি যশোরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায়। তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন এবং ঢাকাতে সৌরবিদ্যুতের প্যানেলের ব্যবসা রয়েছে তার। সাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১৯৯৫–৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে সাগর ৫০ জন বন্ধু মিলে কিশোরগঞ্জের হাওরে ঘুরতে বের হন। নিকলী থেকে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে হাওরে ঘুরতে যান তারা। সেখান থেকে যান মিঠামইন উপজেলার প্রেসিডেন্ট রিসোর্ট ও অল ওয়েদার সড়কে। পরে অষ্টগ্রাম উপজেলার ভাতশালা সেতুতে মাগরিবের নামাজ পড়ে তারা আবার নিকলীর উদ্দেশে রওনা হন।
রাত সাড়ে ৮ টার দিকে নৌকা থেকে নিকলী বেড়িবাঁধে নেমে গাড়িতে ওঠার সময় সাগর নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন সবাই। এ সময় সঙ্গীরা নৌকায় গিয়ে সাগরের ব্যাগ ও মোবাইল ফোন দেখতে পান। এরপর বিষয়টি তারা পুলিশকে জানান। ফেরার পথে সাগর পানিতে পড়ে নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে সঙ্গীরা পুলিশকে জানায়। তবে কখন ও কীভাবে তিনি পানিতে পড়ে যান, তা জানাতে পারেননি সঙ্গীরা।
এদিকে নৌপুলিশের সহায়তায় শুক্রবার রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে শনিবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ হাওরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও তার সন্ধান করতে পারেনি কেউ।
রবিবার স্থানীয় জেলেরা ছাতিরচর হাওরে একটি লাশ পানিতে ভাসতে দেখে তারা গ্রামপুলিশকে জানায়। পরে গ্রামপুলিশ থানায় জানালে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।