পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৫জনকে চিকিৎসা সহায়তার চেক ও ১৬জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও হুইল চেয়ার বিতরণ করেন কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেছবাহ উদ্দিন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল ও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মো.বাবুল আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.শারফুল ইসলাম।