অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা, মাইক্রোবাস, নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি দল। শনিবার রাতে অভিযান চালায় র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার প্রায় দুশ গজ পূর্বদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালানো হয়। এ সময় আহাদ মিয়া (২৪) নামে একজনকে গ্রেফতার করে র্যাব। তার কাছ থেকে ৩২ কেজি গাঁজা, একটি মাইক্রোবাস ও মাদক বিক্রির নগদ চার হাজার ৫০০টাকা জব্দ করা হয়। গ্রেফতার আহাদ ব্রাহ্মণাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া গ্রামের মন মিয়ার ছেলে।
পরে র্যাব ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর পৌর বাস টার্মিনালে কুমিল্লা ট্রান্সপোর্টের সামনে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ এলাকার (রফিক মেম্বারের বাড়ি) মৃত খলিলুর রহমানের ছেলে রবিউল আউয়াল (২৭) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পাকহাজীপুর গ্রামের আওয়াল মিয়ার ছেলে মামুন (২১)। তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।