ঢাকাMonday , 13 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

চিপস চকলেট দিয়ে শিক্ষার্থীদের বরণ

প্রতিবেদক
-
September 13, 2021 12:07 am
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চিপস, চকলেট মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। 

টানা প্রায় দেড় বছর পর রবিবার সকালে বিদ্যালয় খোলার প্রথম দিনে হোসেনপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এমন চিত্র দেখা যায়

সকালে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ উপজেলা সদরের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য চিপস নিয়ে যান। শিক্ষার্থীরা চিপস পেয়ে খুশি আর আনন্দে ক্লাস করেছে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান, হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আতাউল বারী, প্রধান শিক্ষক তানিয়া পারভীনসহ অন্যান্য শিক্ষকরা। 

ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী বরণে সংশ্লিষ্ট শিক্ষকশিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্যণীয়

এ প্রসঙ্গে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ বলেন, শিক্ষার্থীদের আগমনকে উৎসবমুখর করার চেষ্টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিপস নিয়ে স্কুল পরিদর্শন করেছি। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে একইভাবে বরণ করার নির্দেশনা দিয়েছি। তারা তাই করেছেন।

আপনার মন্তব্য করুন