নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শ্রী শ্রী কালীবাড়ির নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কালীবাড়িতে প্রধান পুরোহিত অমলেন্দু চক্রবর্তী শপথবাক্য পাঠ করান।
গত শুক্রবার কালীবাড়ি কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এডভোকেট বিজয় শংকর রায় সভাপতি, নিতাই সরকার ও অসিত কুমার উকিল সহ সভাপতি, পলাশ দত্ত রায় সাধারণ সম্পাদক, চপল কুমার দাস ও ঝন্টু রায় সহ সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সুশান্ত রায় ঝুটন, সদস্য অখিল সেন, উজ্জল কুমার রায়, কল্লোল চক্রবর্তী, চন্দ্রা রানী সরকার, বাবু,নিউটান চন্দ্র সরকার, প্রীতম দেবনাথ,(ড্যানী), প্রদীপ চন্দ্র সরকার ও সলিল সরকার।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পিযুষ কান্তি সরকার এবং নির্বাচন কমিশনার ছিলেন বিপুল কুমার চক্রবর্তী ও শংকর চন্দ্র রায়।
আপনার মন্তব্য করুন