ঢাকাMonday , 13 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে বিএনপির কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
-
September 13, 2021 1:08 am
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: নবগঠিত কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে গঠনতন্ত্র পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে দলের একাংশ।

রবিবার বিকালে নিকলী সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, কমিটিতে আহ্বায়কসহ সাতজন যুগ্ম আহ্বায়ককে সাইনিং পাওয়ার দেওয়া হয়েছে এবং কোন মেয়াদ উল্লেখ করা হয়নি, যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নবগঠিত কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়িত না করে সুবিধাভোগীদেরকে পদায়ন করা হয়েছে। এমনকি জাতীয় পার্টি থেকে আসা এক ব্যক্তি সাইনিং পাওয়ারসহ পদ পেয়েছেন বলেও উল্লেখ করা হয়। তাছাড়া বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রত্যক্ষভাবে কাজ করার পরও এমন ব্যক্তিকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বলে লিখিত বক্তব্যে জানানো হয়।

নিকলী উপজেলা বিএনপি নেতা কামরুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম লিটন, কে এম নুরুল আলম কাঞ্চন, হায়দার আলী কাঞ্চন, আব্দুল কাদির আক্কল, জামাল উদ্দিন, ছাগির হোসেন, হুমায়ুন কবির, মানিক হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে কমিটি করার দাবি জানান।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করে জেলা কমিটি।

আপনার মন্তব্য করুন