নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আবুল ফজল (৪৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত পৌনে ১২টার দিকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ৫ ভাই ও ১ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার নিজ গ্রাম কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চুপিনগর ঈদগাহে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
আপনার মন্তব্য করুন