হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে বালু পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টরের চাপায় ইয়াছিন হুরি (৫৫) ও আলমগীর হোসেন (১৮) নামে দুজন নিহত হয়েছেন। রবিবার রাতে কিশোরগঞ্জ – হোসেনপুর সড়কের হোসেনপুর উপজেলার রামপুর বাজারের কাছে পেট্রোল পাম্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইয়াছিন হুরি (৫৫) উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর চরপুমদী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ও আলমগীর হোসেন (১৮) একই ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের কাছুম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে হোসেনপুরের দিক থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ৫/৬ জন যাত্রী চরপুমদী বাজারের দিকে যাচ্ছিলেন। রামপুর বাজারের কাছে পেট্রোল পাম্প এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়াছিন ও আলমগীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাতে ময়মনসিংহে নেওয়ার পথে ইয়াছিন ও আলমগীরের মৃত্যু হয়।
গুরুতর আহত অটোরিকশাচালককে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহত দুজন নারীকে কিশোরগঞ্জে চিকিৎসা দেওয়া হচ্ছে।